বিশেষ প্রতিনিধি:
গত ১০ জুন ‘ রাজশাহী বার্তা ‘ নামক ভুয়া ফেসবুক পেজ ও ১১ জুন ‘ ডেইলি নিউজ রাজশাহী ‘ নামক কথিত অনলাইনে এশিয়ান টেলিভিশনের রাজশাহী জেলা প্রতিনিধি বারিউল আলম শান্ত এবং সংবাদ চলমানের স্টাফ রিপোর্টার মতিউর রহমান মতিকে নিয়ে একটি উদ্দেশ্যমূলক, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে সাংবাদিক পরিচয়দানকারী প্রতারক চক্রের মূল হোতা দুর্জয় জুলেখা চক্র । সাংবাদিকতার মত মহৎ পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করতে অনুমোদনবিহীন অনলাইন ফেসবুক পেজের সাংবাদিক বনে গেছেন এই প্রতারক চক্র।
১০ জুন দুপুরের দিকে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানাধীন জামালপুর মহল্লায় রাসিক নির্বাচনকে কেন্দ্র করে আকতার আহমেদ বাচ্চুর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করে প্রতিপক্ষ দল। এর কিছুক্ষণ পর একই এলাকায় আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্বাচনী ক্যাম্পেও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এমন সংবাদের ভিত্তিতে এশিয়ান টিভির রাজশাহী প্রতিনিধি বারিউল আলম শান্ত ও সাংবাদিক মতিউর রহমান মতি সহ রাজশাহীর বেশকিছু গণমাধ্যমকর্মী ছুটে যান ঘটনাস্থলে। সে সময় উপস্থিত ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে সংবাদ প্রকাশ করা হয় । ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, এএইচএম খায়রুজ্জামান লিটনের যে নির্বাচনী ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ করা হয়েছে সেই অফিসটি কে বা কারা করেছে সেখানে কারাই বা বসেন এ বিষয়ে তাঁরা কেউ অবগত নন। এরপর এই সংবাদের জের ধরে জামাত বিএনপির মদদে কথিত সাংবাদিক জুলেখাকে দিয়ে আওমীলীগ বিরোধী একটি চক্র তাদের পরিকল্পনা মতো মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন একটি সংবাদ রাজশাহী বার্তা নামক ভুয়া ফেসবুক পেজে প্রচার করে।
উল্লেখ্য, রাজশাহীর শীর্ষ দুই প্রতারক দুর্জয় জুলেখাকে নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করেন এশিয়ান টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি বারিউল আলম শান্ত। সেই সংবাদ প্রকাশের জের ধরে গত ১ জুন সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে কল দিয়ে সাংবাদিক বারিউল আলম শান্তকে মিথ্যা মামলায় ফাঁসানো সহ প্রাণনাশের হুমকি দেন প্রতারক চক্র দুর্জয় জুলেখা। এ ঘটনায় নগরীর চন্দ্রিমা থানায় সাধারণ ডায়েরি করলে দুর্জয় জুলেখা চক্র ক্ষিপ্ত হয়ে ওই দিন সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় শান্তর পথ অবরোধ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় নগরীর মতিহার থানায় মামলা দায়ের হলে এই প্রতারক চক্র আদালত থেকে জামিন নিয়ে এসে আবারও শান্তর বিরুদ্ধে চক্রান্তে মেতে উঠেছে। রাজশাহীর পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে এমন জঘন্য চক্রান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহীর সাংবাদিক সমাজ। অচিরেই এইসব কথিত ভুয়া ফেসবুক পেজে সংবাদ প্রকাশ বন্ধেরও দাবি জানান তারা।



















