বাংলাদেশে কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মঞ্জুর।
মঙ্গলবার রাজধানীতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং চ্যানেল আই আয়োজিত “অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫” অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
গভর্নর বলেন, দীর্ঘদিন ধরে আলোচনার পর অবশেষে পেপাল বাংলাদেশে সেবা চালুর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। প্রায় এক দশক আগে, ২০১৫ সালে প্রথমবার পেপাল চালুর প্রতিশ্রুতি দেওয়া হলেও—বহু বছর ধরে এটি নানা কারণে স্থবির ছিল।
অনুষ্ঠানে গভর্নর দেশের আর্থিক খাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও বক্তব্য দেন।
তিনি জানান, দেশে কৃষিঋণ মোট ঋণের মাত্র দুই শতাংশ, এসএমই খাতের অর্থায়ন, আরও বাড়ানো প্রয়োজন এবং নগদনির্ভরতা কমাতে ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে আরও শক্তিশালী করা জরুরি।
এ সময় তিনি স্বাধীনতার পর থেকে খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশের যে অগ্রগতি হয়েছে, সেটিকেও এক উল্লেখযোগ্য জাতীয় অর্জন বলে অভিহিত করেন



















