বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারত সরকারের কাছে অনুরোধ করা হলেও এখনো কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি বলেন, বিষয়টি দ্রুত নিষ্পত্তি হওয়ার মতো নয় এবং ভারত কীভাবে সাড়া দেয়, সে ব্যাপারে সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আপাতত যা জানা গেছে, তা হলো- ভারত বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সফরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানেন না। তবে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন বলে ধারণা করা হচ্ছে। আর খালেদা জিয়ার লন্ডনযাত্রা আজ হয়নি— নির্ধারিত বিমানে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা পিছিয়েছে।
আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলে আটক হওয়া প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আরাকান আর্মি কোনো রাষ্ট্রীয় পক্ষ না হওয়ায় তাদের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার সুযোগ নেই। তবুও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়, তবে এমন ঘটনা যাতে পুনরায় না ঘটে, সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
চীনের অর্থায়নে ঢাকায় এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাব ছিল জানিয়ে উপদেষ্টা আরো বলেন, সরকার সেটি নীলফামারীতে করার সিদ্ধান্ত নিয়েছে। এতে রংপুর অঞ্চলের পাশাপাশি ভারত ও ভুটানের মানুষও চিকিৎসাসেবা পেতে পারবেন। তিনি বলেন, রংপুর অঞ্চলে শিল্প-কারখানা ও ব্যবসাবাণিজ্য কম হওয়ায় কর্মসংস্থান বড় চ্যালেঞ্জ— সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।
দেশের প্রশাসন নির্বাচিত প্রতিনিধিদের হাতে সুশৃঙ্খলভাবে তুলে দেওয়ার লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, সরকার সব সংস্কার শেষ করে যেতে চাইলেও এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, তারা যেন জনগণের আকাঙ্ক্ষা পূরণে সমতা ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে পারেন— সেই প্রত্যাশা সরকারের।
চার দিনের সফরে রংপুরে এসে পররাষ্ট্র উপদেষ্টা আজ শহরের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন। শনিবার সকালে রংপুর প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিকেলে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন। রবিবার নীলফামারীর কিশোরগঞ্জের মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে বিকেলে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকায় ফিরবেন।



















