চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত জনপ্রিয় খল নায়ক মনোয়ার হোসেন ডিপজল। এলাকাবাসীর কাছে তিনি ‘দানবীর’ খেতাব পেলেও এবার তার তিন বোন অভিনেতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন পৈত্রিক সম্পত্তি নিয়ে।
পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনেছেন তার সহোদর তিন বোন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপজল এটাকে ‘মিথ্যা অপবাদ’ দাবি করে লিখেছেন, আল্লাহই সবকিছুর উত্তম বিচারক। যদি আইন অনুযায়ী তারা মালিক হোন, তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন।
ডিপজলের ফেসবুক পোস্টের পর অভিনেতার বোন পারভীন বেগম গণমাধ্যমকে বলেন, আমার বাবা অনেক প্রোপার্টি রেখে গেছেন। তারা তিন ভাই তিনতলায় থাকে। আমার মাকে নিচতলায় আন্ডারগ্রাউন্ডে দেওয়া হইছে। সেখানে কাজের মেয়ে যা রান্না করে দিত, তা খাইত। আমার ভাইয়েরা কিন্তু একই বাড়িতে থাকে, তিনতলা, চারতলা, পাঁচতলায়। কখনো কি তাদের বাসা থেকে আমার মায়ের জন্য ভাত দিছে? দেয় নাই। আমার তিন ভাইয়ের এক ভাইও বলতে পারবে না আমার মাকে ভাত খাওয়াইছে। আপনারা
জিজ্ঞাসা করবেন আপনার মা ছিল কোন ফ্ল্যাটে? আপনি এত মা ভক্ত আপনি কি আপনার মাকে ফ্ল্যাটে ঢুকাইতে পারছেন? মৃত্যুর আগ পর্যন্ত আপনার মা কোথায় ছিল, কোন রুমে আপনার মা মারা গেছে?
তিনি আরও বলেন, যে ভাই মায়ের জানাজার নামাজ পড়ে না, ওই ভাই বোনদের দেখবে? সেই ভাই কোনোদিন বোনদের হক ন্যায্যভাবে দেব? এটা আশা করা যাই না। আমরা ডিপজল ভাইয়ের অংশ চাই না। যতটুকু পাই সেটা চাই। যেগুলো সে করেছে তো করেছেই। তিন ভাই চল্লিশ বছর ধরে আমার বাবার টাকা খেয়েছে ওটা নিয়ে আমরা একটা মামলা দিয়েছি। ওটা কোর্ট বুঝবে।
বিজ্ঞাপন
ডিপজলসহ তিন ভাই-বোনদের দুই হাজার কোটি টাকার সম্পত্তি আত্মাসাৎ করেছে উল্লেখ করে পারভীন বলেন, বর্তমান বাজার মূল্য অনুযায়ী মোট সম্পত্তি আনুমানিক পাঁচ হাজার কোটি টাকা ধরেছি। তিন ভাইয়ের তিন হাজার কোটি। আমাদের চার বোনের দুই হাজার কোটি টাকার সম্পত্তি। অথাৎ প্রতিজনের পাঁচশো কোটি টাকার সম্পত্তি। আমি কী পাঁচশো কোটি টাকা সম্পত্তি ভাইদের নাম লিখে দেব? ভুয়া দলিল দেখিয়ে বলছে বোনরা লিখে দিয়েছে। আমরা এত পাগল না যে টিপ সই দিয়ে তাদের লিখে দেব। আমাদের চার বোনের দুই হাজার কোটি টাকার সম্পত্তি তার (ডিপজলের) কাছে। এই চল্লিশ বছর সম্পত্তি বাবদ কোথা থেকে কত ভাড়া নিয়েছে আমাদের জানা আছে।



















