https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ২৮ ডিসেম্বর ২০২২ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২৮, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বিগত এক দশকে বহুল প্রচলিত একটি শব্দ “ডিজিটাল বাংলাদেশ”। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ এখন ডিজিটাল হয়েছে, এবার আমাদের স্মার্ট হওয়ার পালা। অনেকেই ডিজিটাল বাংলাদেশ নিয়ে বেশ সন্দিহান, মনে নানান প্রশ্নের উদয় হয়। অনেকে আবার উন্নত বিশ্বের বরাদ দিয়ে ডিজিটাল বাংলাদেশ নিয়ে নেতিবাচক কথাও বলে ফেলেন। প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কী আদেও ডিজিটাল হয়েছে? আর যদি না হয়ে থাকে তবে আবার স্মার্ট বাংলাদেশ কী? স্মার্ট আর ডিজিটাল বাংলাদেশ এর পার্থক্যটা কী?। আমার স্বল্প জ্ঞান এবং ইন্টারনেট থেকে কিছু প্রতিবেদনের আলোকে আলোচনা করছি।

‘ডিজিটাল বাংলাদেশ’ কথাটি প্রথম সামনে আসে ২০০৮ সালে। ২০০৮ সালের ১২ ডিসেম্বর, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করেন যে, “২০২১ সালে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ ‘ডিজিটাল বাংলাদেশে’ পরিণত হবে।


একটু চিন্তা করুনতো, আজ থেকে ১২ বছর আগে যখন বিকাশ এর মত মোবাইল ব্যাংকিং এপ গুলো ছিলো না তখন এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানোটা কতটা কষ্টের ছিলো! বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে বর্তমানে ১৩ টি মোবাইল মোবাইল ব্যাংকিং প্লাটফর্মের মাধ্যমে প্রায় ১৮ কোটির বেশি একাউন্টে দৈনিক ৩ হাজার কোটি টাকার বেশি ট্রানজেকশন হচ্ছে।
গত মাস অর্থাৎ জুনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি ৬২ লাখ ১০ হাজার। তাদের মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহার করছেন ১১ কোটি ৫০ লাখ ৭০ হাজার এবং আইএসপি ও পিএসটিএন মিলিয়ে ১ কোটি ১১ লাখ ৪০ হাজার। গত মে মাসে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ১২ কোটি ৫৫ লাখ ২০ হাজার। ইন্টারনেট এর গতি নিয়ে কিছু সমস্যা আছে এটা যেমন সত্য, তেমনি বর্তমানে যে গতির ইন্টারনেট আমরা পাচ্ছি তা দিয়ে আনায়াসেই আমাদের সকল কাজ হচ্ছে তাও সত্য।

আপনি জানেন কী ‘বিশ্বের টপ রেটেড ফ্রিল্যান্সারের ৬৪ শতাংশই বাংলাদেশি’? বাংলাদেশে কী পরিমাণ মানুষ ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে জড়িত তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। সরকারি হিসাবে দেশে ফ্রিল্যান্সারের সংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ বলে দাবি করা হয়। বলা হয়ে থাকে, এ খাতে আয়ের পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলার। ভারতের পরেই বিশ্বে বাংলাদেশের অঅস্থান ২য়।

অসংখ্য অনলাইন প্লাটফর্ম থেকে আপনিও নিশ্চয় কেনাকাটা করেছেন। অনলাইনে খাবার অর্ডার দিয়েছেন। পাঠাও বা উবার এর মাধ্যমে রাইড শেয়ার করেছেন। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, স্কুল কলেজের বেতন অনলাইনে দিয়েছেন। স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন অনলাইনে, চাকুরির আবেদন করেছেন অনলাইনে। বাসায় বসে টিভিতে খবর যদি না দেখতে পারেন ইউটিউবে গিয়ে নিজের সময়মত খবরটাও দেখে নিচ্ছেন।

এমনকি সরকারি বিভিন্ন অফিসের কার্যক্রমও অন লাইনে করে নিতে পারছেন। যেকোনো তথ্য অনলাইনে পেয়ে যাচ্ছেন। ৯৯৯ এর মত জরুরি সেবা ব্যবহার করে অসংখ্য সেবা আপনি সহজেই পেয়ে যাচ্ছেন।

হ্যাঁ, এসবই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ! ২০১০ এর আগের বাংলাদেশের সাথে বর্তমান বাংলাদেশের যে প্রযুক্তিগত বিশাল পার্তক্য দেখছেন তাই হচ্ছে সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ।

ডিজিটাল বাংলাদেশ নিয়ে এর পরেও আপনার মনে যে অতৃপ্তি আছে তা পূরণের জন্য আমাদের সামনে এসেছে “স্মার্ট বাংলাদেশ” নামক যুগোপযোগী এই কন্সেপ্ট! ২০২১ সাল ছিলো ডিজিটাল বাংলাদেশ রুপান্তরের লক্ষ্যমাত্রা। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ এর ঘোষনা দিয়েছেন এবং অর্জনের লক্ষ্যমাত্রা দিয়েছেন ২০৪১ সালের মধ্যেই। যার ভিত্তি হবে ৪ টি। স্মার্ট বাংলাদেশ এর আওতায় বাংলদেশের মানুষ ডিজিটাল থেকে হবে স্মার্ট সিটিজেন, সরকার হবে স্মার্ট গভারমেন্ট, সামাজিকভাবে আমাদের আমরা হবো স্মার্ট সোসাইটি এবং সর্বপোরি আমাদের অর্থনীতি হবে স্মার্ট ইকোনোমি।

বর্তমানে আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ তা হচ্ছে তথ্যপ্রযুক্তি বোধগম্যতার সুচকে আমাদের পয়েন্ট মাত্র ৩৫.৭। যার কারনে অনেক ডিজিটাল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমদের দেশের মানুষ সেগুলো গ্রহন করতে পারছেন না। এ সমস্যা থেকে মুক্তি পেতে দেশের মানুষকে স্মার্ট করতে বিশেষ উদ্যোগ গ্রহন করা হয়েছে। ২০৪১ সালের মধ্যে দেশের মানুষের তথ্যপ্রযুক্তি বোধগম্যতার সুচকে লক্ষ্যমাত্রা ৮৫ পয়েন্টে উন্নীত করার প্রয়াস চলছে।

ইতোপূর্বে স্মার্ট বাংলাদেশের একটি রূপ রেখা প্রদান করা হয়েছে। যেমন হবে স্মার্ট বাংলাদেশঃ
বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি ও উদ্ভাবনী জাতি হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স’র পরিবর্তে স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স গঠন করতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এটা বাস্তবায়ন করবে।
অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজ গড়ে তোলা এবং পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসার লক্ষ্যে ডিজিটাল ইনক্লুশন ফর ভালনারেবল এক্সেপশন (ডাইভ) উদ্যোগের আওতায় আত্মকর্মসংস্থানভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করতে হবে।

শিক্ষার্থীদের অনলাইন শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিতকরণ করতে ওয়ান স্টুডেন্ট, ওয়ান ল্যাপটপ, ওয়ান ড্রিম -এর আওতায় শিক্ষার্থীদের ল্যাপটপ সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। স্মার্ট এবং সব জায়গায় বিরাজমান সরকার গড়ে তোলার লক্ষ্যে ডিজিটাল লিডারশিপ অ্যাকাডেমি স্থাপন করতে হবে। ক্ষুদ্র, কুটির শিল্প, ছোট, মাঝারি ব্যবসাগুলোর জিডিপিতে অবদান বৃদ্ধির জন্য এন্টারপ্রাইজভিত্তিক ব্যবসাগুলোকে বিনিয়োগ উপযোগী স্টার্টআপ হিসেবে তৈরি করতে হবে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় অল্টারনেটিভ স্কুল ফর স্টার্টআপ এডুকেটরস অব টুমোরো (অ্যাসেট) প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতায় বাংলাদেশ নলেজ ডেভেলপমেন্ট পার্ক তৈরি করা হবে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় সেন্টার ফর লার্নিং ইনোভেশন অ্যান্ড ক্রিয়েশন অব নলেজ (ক্লিক) স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় এজেন্সি ফর নলেজ অন অ্যারোনোটিক্যাল অ্যান্ড স্পেস হরাইজন (আকাশ) প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতায় সেলফ-এমপ্লয়মেন্ট ও এন্ট্রেপ্রেনরশিপ ডেভেলপমেন্ট (সিড) প্ল্যাটফর্ম স্থাপন করা হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের আওতায় কন্টেন্ট ইঞ্জিনিয়ারিং ও লিংকেজ ল্যাব (সেল) স্থাপন করা হবে এবং সার্ভিস এগ্রিগেটর ট্রেনিং (স্যাট) মডেলে সরকারি সেবা ও অবকাঠামো-নির্ভর উদ্যোক্তা তৈরির উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া সব ডিজিটাল সেবা কেন্দ্রীয়ভাবে সমন্বিত ক্লাউড’র আওতায় নিয়ে আসা হবে।

উপরিউক্ত পরিকল্পনা গুলোর সঠিক বাস্তবায়ন করতে পারলেই ২০৪১ সালের মধ্যে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আমাদের “স্মার্ট বাংলাদেশ”!

লেখক:
এস এম আশেক উল্লাহ সোপান
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

তাহিরপুরে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

নাটোরে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার-৪

বাংলাদেশ জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আমতলীতে বখাটেদের মাদ্রাসা স্থানান্তরে বাঁধা!

মনোহরদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১২ শিশু নারী পুরুষ

দিরাইয়ের রফিনগর ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে পৃথক ২টি মামলা দায়ের

ধর্মপাশায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

স্কুলছাত্রীকে ধর্ষণের ১০ দিন পর পলাতক আসামি গ্রেপ্তার

ডেসটিনি কলেজে শিক্ষার্থীদের ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরীর বই উপহার