বীক্ষণাতীত
মৌ মধুবন্তী
তোমার যদি বাড়ে গতি
আমার হয় অনেক ক্ষতি
ক্ষতিটাই চালে সুক্ষ্ম চাল
বেগতিকে হারায় সকল ডাল।
ডাল হারানো শক্ত দুটো হাত
জবাব দিয়ে করবে কুপোকাৎ
সেদিন কিন্তু দেখবে চেয়ে চেয়ে
অন্ধকারে জীবন যাবে ছেয়ে।
আসল ক্ষতি অশ্বখুরের মাঝে
বিদ্যা শিক্ষা লাগে না যে কাজে
তাইতো বলি, শোনো ওগো শোনো
সময় থাকতে সময়টাকে গোনো।



















