https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ১১ জানুয়ারি ২০২৬ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গ্যারেজ থেকে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতা, আদালতে মামলা

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ১১, ২০২৬ ১:০৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ট্রায়ালের কথা বলে রাজশাহীর একটি গ্যারেজ থেকে গাড়ি নিয়ে লাপাত্তা হয়েছেন যুবদল নেতা এসএম সফিক মাহমুদ তন্ময়। দেড় মাস আগে এ ঘটনা ঘটলেও তিনি গ্যারেজ মালিককে গাড়ি ফেরত দেন নি। উল্টো গ্যারেজ মালিক নূর আহমদকে তিনি বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।

তন্ময় রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য। বর্তমানে দফতর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত নেতা। এ ঘটনায় গ্যারেজ মালিক নূর আহমেদ আদালতে মামলা করেছেন। এ নিয়ে গ্যারেজ মালিক রবিবার দুপুরে মহানগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গ্যারেজ মালিক নূর আহমেদের সহোদর মোহাম্মদ আলী বলেন, মহানগরীর বন্ধগেট এলাকায় নূর আহমদের একটি গাড়ির গ্যারেজ রয়েছে। সেখানে তিনি গাড়ি মেরামতের কাজ করেন। পাশাপাশি বৈধভাবে গাড়ি কেনাবেচার ব্যবসা রয়েছে।

গত ১৮ নভেম্বর বিকেলে নূর আহমেদের গ্যারেজে গাড়ি কেনার জন্য যান যুবদল নেতা তন্ময়। তিনি গ্যারেজে থাকা একটি জিপ (ঢাকা মেট্রো গ-০২-০৮৭০) পছন্দ করেন। এসময় তন্ময়ের সাথে গাড়ির দর দাম ছয় লাখ টাকায় দফারফা হয়। এরপর তন্ময় গাড়িটি ট্রায়াল দেবার কথা বলে নিয়ে যান। কিন্তু তিনি আর ফিরেন নি। প্রায় ঘণ্টা দেড়েক পর নূর আহমেদ ফোন দিলেও ধরেন নি তন্ময়।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী বলেন, পরের দিন তন্ময়কে ফোন দিলে তিনি বলেন, আমি মিটিংয়ে আছি। পরে যোগাযোগ করছি। এরপর নূর আহমেদ কয়েকদিন ফোন দিলেও তিনি ধরেন নি। একপর্যায়ে ফোন ধরে তন্ময় বলেন, দলের চেয়ারপারসন অসুস্থ। আমি এভারকেয়ারে আছি। রাজশাহী এসে ফোন দিচ্ছি।
রাজশাহী ফিরলে যুবদল নেতা তন্ময়কে ফোন দেওয়া হয়।

এসময় তিনি নূর আহমেদকে বলেন, তোর যা করার আছে কর। আমি যুবদলের নেতা। যা পারিস, তা করে দেখা। তুই থানাতে গেলেও আমার নামে মামলা নেবে না। বেশি বাড়াবাড়ি করলে প্রাণে মেরে ফেলব। এরপরেও তিনি বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া অব্যাহত রেখেছেন।

সংবাদ সম্মেলনে নূর আহমেদ বলেন, আমি গত ১৪ ডিসেম্বর মহানগরীর রাজপাড়া থানায় মামলা করতে  গেলে ওসি মামলা নেন নি। অবশেষে গত ২২ ডিসেম্বর সিএমএম আদালতে (রাজপাড়া) মামলা দায়ের করি। বিষয়টি মহানগর বিএনপি এবং যুবদলের শীর্ষ নেতাদের অবহিত করা হয়েছে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেন নি।
নূর আহমেদ বলেন, আমি গাড়িটি নগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমানের কাছ থেকে কিনেছি। এ সংক্রান্ত চুক্তিনামা এবং বিআরটিএ’র সমস্ত কাগজপত্রসহ প্রয়োজনীয় প্রমাণাদিও আছে। এর আগেও তন্ময় মহানগরীর চণ্ডিপুর এলাকার হোসেন আলী নামের এক আওয়ামী লীগ সমর্থকের গাড়ি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে।

অভিযোগের বিষয়ে যুবদল নেতা এসএম সফিক মাহমুদ তন্ময়কে কয়েক দফা ফোন দেওয়া হলেও তিনি ধরেন নি। এ বিষয়ে রাজশাহী রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নিদের্শনা রয়েছে, যারা অপকর্মের সঙ্গে যুক্ত হবে- তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তন্ময়ের বিরুদ্ধে যে অভিযোগ, সেটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জেনেছি। রাজশাহী মহানগর যুবদল তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য অতিদ্রুত বিষয়টি কেন্দ্রীয় যুবদলকে লিখিতভাবে জানাবে।

সর্বশেষ - আন্তর্জাতিক