নিজস্ব প্রতিবেদক, নাটোর: বিয়ের পর সংসারের গণ্ডিতে থেমে থাকেনি স্বপ্ন। স্বামীর উৎসাহ আর নিজের অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে মফস্বল শহর নাটোর থেকে উঠে এসে এখন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শিরিন সুলতানা লাকি। সম্প্রতি অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এ নাটোর জেলা থেকে একমাত্র এসএমই (SME) ও স্টার্টআপ ফাউন্ডার হিসেবে অংশ নিয়ে তিনি এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শিরিন সুলতানা লাকি ‘সিল্ক সিটি অর্গানিক ফুড’ (Silk City Organic Food)-এর প্রতিষ্ঠাতা ও কর্ণধার। পড়াশোনা শেষ করে তিনি ‘আমরা নাটোরের উদ্যোক্তা ফোরাম’-এর হাত ধরে ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর তার বাণিজ্যিক যাত্রা শুরু করেন।
বিনিয়োগ সম্মেলনে বিরল অর্জন ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এ বিশ্বের ৫০টি দেশের ৫৫০টিরও বেশি কোম্পানি, বিনিয়োগকারী এবং ইকোসিস্টেম লিডারদের উপস্থিতিতে লাকি তার উদ্যোগ এবং নাটোরের স্থানীয় অর্থনীতির সম্ভাবনা তুলে ধরেন। আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল (VC) এবং বিনিয়োগকারীদের সামনে তার এই উপস্থাপন ব্যবসার ভবিষ্যৎ প্রসারের (Scale-up) জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে।
শীর্ষ উদ্যোক্তাদের সান্নিধ্য ও নেটওয়ার্কিং গত ৭ এপ্রিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘স্টার্টআপ কানেক্ট ২৫’-এ লাকি দেশের শীর্ষস্থানীয় দুই উদ্যোক্তা—টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হকের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তার উদ্যোগ এবং নাটোরের ফোরাম নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
এছাড়াও, ৯ এপ্রিল DEIED-এর সহযোগিতায় অনুষ্ঠিত গালা সেশনে তিনি প্রাণ, স্কয়ার, ওয়ালটন ও বিকাশের মতো দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীর নীতিনির্ধারকদের সাথে মতবিনিময় করার সুযোগ পান এবং DEIED-এর সদস্যপদ অর্জন করেন। ন্যাশনাল প্রোগ্রামার আরিফুর রহমান এবং এক্সিলারেটিং বাংলাদেশের পরিচালক শরীফুল ইসলামের অনুপ্রেরণায় তিনি বর্তমানে ‘এক্সিলারেটিং বাংলাদেশ’-এর একজন গর্বিত উদ্যোক্তা সদস্য।
সাফল্যের নেপথ্যে ‘আমরা নাটোরের উদ্যোক্তা ফোরাম’ নিজের এই অর্জনের জন্য শিরিন সুলতানা লাকি সবটুকু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘আমরা নাটোরের উদ্যোক্তা ফোরাম’-এর প্রতি। তিনি বলেন, “এই সংগঠনের নিবিড় সহায়তা, প্রচারণা এবং নেটওয়ার্কিং সাপোর্ট না থাকলে আজ আমি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারতাম না। এটি শুধু আমার একার পথচলা নয়, এটি সমগ্র নাটোর জেলার সম্ভাবনা ও অগ্রযাত্রার গল্প।”
ভবিষ্যৎ পরিকল্পনা বিনিয়োগ সম্মেলন থেকে ফিরে লাকি এখন আরও বড় স্বপ্ন দেখছেন। তার মতে, আগামী দিনের অর্থনীতি ক্ষুদ্র উদ্যোক্তাদের হাত ধরেই গড়ে উঠবে। তিনি বিশ্বাস করেন, তার এই অর্জন নাটোরের অন্যান্য নারীদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে জেলাটি থেকে আরও অনেক উদ্যোক্তা বিশ্বদরবারে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন।



















